রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৭:১২ অপরাহ্ন
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) একাউন্টিং এলামনাই এসোসিয়েশন এর দ্বিতীয় এলামনাই সম্মেলন শুরু ২৮ ফেব্রুয়ারি। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। দুই দিনব্যাপী সম্মেলনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩১ জানুয়ারী। সোমবার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রফেসর ড. মো. সাইয়েদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
ড. সাইয়েদুজ্জামান জানান, ১৯৫৭ সাল থেকে এ পর্যন্ত একাউন্টিং বিভাগ থেকে পাশকৃত সকল শিক্ষার্থী এ এসোসিয়েসনের সদস্য হতে পারবেন। দুই বছর মেয়াদী সাধারণ ক্যাটাগরীতে এক হাজার টাকা, আজীবন ক্যাটাগরীতে পাঁচ হাজার, আজীবন মেয়াদে গোল্ডেন ক্যাটাগরীতে পচিঁশ হাজার (২৫,০০০), আজীবন মেয়াদে ডিস্টিংগুইসড ডোনার মেম্বার পঞ্চাশ হাজার (৫০,০০০), আজীবন মেয়াদে গ্রান্ড ডোনার মেম্বার এক লক্ষ (১,০০০০০) টাকা দিতে হবে।
তিনি আরও জানান, দুই দিনব্যাপী অনুষ্ঠিতব্য সম্মেলনে সদস্যদের জন্য অংশ গ্রহণ ফি দুই হাজার, নির্ধারণ করা হয়েছে। তবে, স্ত্রী ও সন্তান অংশ নিতে চাইলে জন প্রতি আলাদা ১ হাজার ফি প্রদান করতে হবে। যে সকল সদস্য ইতোপূর্বে সাধারণ সদস্যপদ গ্রহণ করেছেন তাদেরকে নতুন করে যে কোন ক্যাটাগরির সদস্য পদ নিতে হবে। আজীবন সদস্যদের নতুন করে সদস্য হওয়ার প্রয়োজন নেই। এলামনাই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে -০১৭১৭৭৪৩৯৮৪ (ড. সাইয়েদুজ্জামান, সাধারণ সম্পাদক জটঅঅঅ)