নাগরিক টিভিতে একটা নিউজ দেখলাম। শিরোনাম হলো ” রাস্তায় কুড়িয়ে পাওয়া পাগলিকে বিয়ে করলেন মিরাজ”। তবে বিষয়টি এই শিরোনামের মতো না। এটি অনেক বেশি সুন্দর। শিরোনামে যে পাগলির কথা বলা হয়েছে তার নাম ফাতেমা। লালমাটিয়ায় রাস্তার পাশে পড়ে থাকতো। যার সারা গায়ে ময়লা। আপন বলতে কেউ নেই।
তবে ফাতেমার গায়ে শুধু ময়লা ছিল না। পেটে বাচ্চাও ছিল। জানতো না বাচ্চার বাবা কে। সে আসলেই মানসিক ভারসাম্যহীন। শুধু নামে পাগলি না। তারপর তার জীবনে আসে এক অদ্ভুত মানুষ। নাম মিরাজ। যে তাকে রাস্তা থেকে উদ্ধার করে আশ্রমে নিয়ে যায়। ফাতেমার বাচ্চা বয়স এখন এক বছর। নাম আবদুল্লাহ। এদিকে ফাতেমার জীবনে অন্য একটা ঘটনা ঘটেছে। মিরাজ তাকে ভালোবেসে ফেলেছে। মিরাজ জানিয়েছে ফাতেমা আশ্রমের কারো কথা না শুনলেও শুধু একজন মানুষের কথা মন দিয়ে শুনতো। সেই মানুষটি মিরাজ। কারণ ভালোবাসার আলাদা একটা ভাষা আছে। কারো মনে ভালোবাসা জন্মালেই এই ভাষা বোঝা যায়। এই ভাষা শিখতে হয় না। তাই ফাতেমাকেও শিখতে হয়নি।
অবশেষে আশ্রমের মানুষের আয়োজনে ধুমধাম করে দুজনের বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের আসরে ফাতেমা লজ্জা লজ্জা মুখে বললো ” আমি আগে বলি নাই, আমিই বেশি ভালোবাসি”।
অনেকেই মানবিকতার জন্য মিরাজের প্রশংসা করছে। কিন্তু মিরাজ ফাতেমাকে বিয়ে করেছে ভালোবেসে। ভালোবাসা এমন এক সুন্দর ব্যাপার। যার হৃদয়ে জন্মায় শুধু সে জানে যারে দুনিয়ার কেউ কাছে টানে না। তারে একটু কাছে পাওয়ার জন্য মন কেন এত ছটফট করে। মানুষের মনে কখন কার জন্য ভালোবাসা জন্মে যায় বোঝা মুশকিল। এটা এমন এক অদৃশ্য টান যেখানে দুটো আত্মার মিলন হয়। তখন বাহ্যিক সবকিছু ফিকে মনে হয়।
দোয়া করি তাদের দুজনের দাম্পত্য জীবন সুখের হোক।