সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৪:২৭ পূর্বাহ্ন
কবির আহমদ ফারুক : লক্ষ্মীপুরে র্যাবের অভিযানে অনুমোদনহীন ভোগ্য পন্য বাজারজাত করার দায়ে এস, এস, ফুড প্রোডাক্টস নামীয় একটি প্রতিষ্ঠানের দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। পৃথক আরেকটি অভিযানে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের শ্রমিক হোটেল ও শাহীন হোটেল নামীয় দুটি রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ ও পঁচা-বাঁসি খাবার পরিবেশনের দায়ে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার উত্তরজয়পুর ইউনিয়নের পালপাড়া বাজার ও চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে পৃথক এই অভিযান চালায় র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই ভেজাল ভোগ্য পন্য উৎপাদন করে বাজারজাত করে আসছে এস, এস, ফুড প্রোডাক্টস নামীয় প্রতিষ্ঠানটি। গোপন সংবাদ পেয়ে র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমানের নেতৃত্বে পালপাড়া বাজারে অভিযান চালিয়ে অনুমোদনহীন ওই প্রতিষ্ঠানের সন্ধান পায় র্যাব।
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করেন। আটককৃতরা হলেন- ওই প্রতিষ্ঠানের মালিক সিরাজুল ইসলাম ও তার ছেলে নাজমুল ইসলাম। পৃথক অভিযানে চন্দ্রগঞ্জ বাজারস্থ মহাসড়কের পাশে অবস্থিত শ্রমিক হোটেল এন্ড রেষ্টুরেন্ট ও শাহীন হোটেল এন্ড রেষ্টুরেন্টে পচাঁ-বাঁসি খাবার পরিবেশন এবং অস্বাস্থ্য পরিবেশের দায়ে তাদের উভয় প্রতিষ্ঠানের ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।