লক্ষ্মীপুরের দালাল বাজারে আলিফ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্বোধন

মিজানুর শামীমঃ সদর উপজেলার উপ শহর দালাল বাজারে আলিফ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ নামে একটি সংগঠনের উদ্বোধন করা হয়েছে। ২৯ জুলাই সোমবার দালাল বাজার নিউ মার্কেটস্হ অফিসে স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ হানিফ। সমিতির সভাপতি আলহাজ্ব আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী সমবায় কর্মকর্তা মোতালেব হোসেন, বিশিষ্ট সমাজ সেবক বাহার পাটোয়ারী, সমিতির সাধারণ সম্পাদক সহিদ উদ্দিন মাস্টার, সমিতির ক্যাশিয়ার আব্দুর রহিম পাটোয়ারী। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন রায়পুর সাব রেজিস্ট্রী অফিস মসজিদের খতিব মাওলানা আমির হোসেন মিয়াজি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন বলেন, সুধীবৃন্দ,আসসালামু আ’লাইকুম, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল্লাহর রহমতে বাংলাদেশ সরকার কর্তৃত্ব নিবন্ধনকৃত “দালাল বাজার আলিফ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ” প্রতিষ্ঠা করতে আমরা সক্ষম হয়েছি। দেশ-জাতি ও অর্থনৈতিক উন্নয়নে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষে উক্ত সমবায় সমিতির সদস্যপদ গ্রহণের প্রত্যয়ে আসুন আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলি। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরাও একই ভাবে এগিয়ে যেতে চাই।
সম্মানিত এলাকাবাসী,একমাত্র সমবায়-ই পারে দেশ ও জাতির উন্নয়ন ঘটাতে। তাই আসুন সবাই হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে অত্র সমবায় সমিতির সদস্যপদ গ্রহণ করে দেশ ও জাতির উন্নয়নে অংশ গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, উল্লেখ্য যে, অত্র জেলায় আমরা-ই সর্ববৃহৎ “আলিফ-মীম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার” প্রতিষ্ঠা করেছি। যাহা শীর্ঘই শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আল্লাহর রহমতে আমাদের এই হাসপাতালের বিনিয়োগ তিন বছরে ছয় গুণেরও অধিক হয়েছে। আমরা শতভাগ আশাবাদী যাহা আগামী দুই বছরে দশ গুণেরও অধিক হবে। তাই আমাদের প্রত্যাশা অনুরূপভাবে অত্র সমবায় সমিতিও হাসপাতালের মতে।য় যাবে, ইন্‌শাআল্লাহ।
তিনি বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য হলো, খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সুলভ মূল্যে মানুষের দ্বারপ্রান্তে পৌছে দেওয়া। সাধারণ বিনিয়োগকারীগণ যেমন বিনিয়োগকারী, তেমনি ব্যবসার অংশীদার। তারাই আমাদের মূল কনজিউমার।
আমাদের একমাত্র লক্ষ্য, বিনিয়োগকারীদের সম্পদ রক্ষা করা এবং শেয়ার সম্পদের মূল্য বৃদ্ধি করে যত দ্রুত সম্ভব লভ্যাংশ বিনিয়োগকারীদের হাতে পৌঁছে দেওয়া। আমরা বিশ্বাস করি, ক্ষুদ্র বিনিয়োগকারীগণ আমাদের সাথে থেকে এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, ইন্‌শা আল্লাহ। আমাদের অত্র সমবায় সমিতির সাধারণ সদস্যপদ গ্রহণ বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা, মাসিক চাঁদা ২০০/- (দুইশত) টাকা এবং সঞ্চয় সদস্যপদ গ্রহণ বাবদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা নির্ধারন করা হইয়াছে। উল্লেখ্য যে, সাধারন সদস্য ও সঞ্চয় সদস্য ফি পর্যায় ক্রমে বৃদ্ধি করা হবে। একজন ব্যক্তি নিজ নামে সাধারণ সদস্যপদ ও সঞ্চয় সদস্যপদ একের অধিক গ্রহণ করিতে পারিবেন। তবে সদস্যপদ গ্রহণকারী ব্যক্তির বয়স অবশ্যই ৬০ (ষাট) বছরের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। কোনভাবেই ৬০ (ষাট) ঊর্ধ্বে বয়স ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তি এবং আইনগত কোন সাজাপ্রাপ্ত ব্যক্তি সদস্যপদ গ্রহণ করিতে পারিবে না।
তিনি আরও বলেন, ব্যবসায়িক কার্যক্রম শুরু হওয়ার পর থেকে, কোন সাধারণ সদস্যপদ গ্রহণকারী সদস্য মারা গেলে তার নমিনীকে এককালীন ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং সঞ্চয় সদস্যপদ গ্রহণকারী সদস্য মারা গেলে তার নমিনীকে এককালীন ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে। যাহা ১লা জুলাই ২০২৭ইং তারিখ থেকে পর্যায়ক্রমে সমিতির লভ্যাংশ থেকে প্রদান করা হবে। অত্র সমবায় সমিতি লক্ষ্মীপুর জেলায় সর্ববৃহৎ সমবায় পরিবার ও সর্ববৃহৎ বিনিয়োগের মাধ্যামে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির উন্নয়ন হবে বলে আমরা শতভাগ আশাবাদী।
Exit mobile version