লক্ষ্মীপুরে বর্নার্তদের আথিক সহযোগিতা করেছে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া”

সুলতানা মাসুমা লক্ষ্মীপুর জেলা  প্রতিনিধি:
আমেরিকার পেনসিলভেনিয়ায় বসবাস কারী বৃহত্তর নোয়াখালীর প্রবাসীরাও এগিয়ে এসেছে দেশের দূঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশের বন্যা দুর্গত অসহায় মানুষদের সহায়তার লক্ষ্যে “বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া” উদ্যোগ নিয়েছে মানবিক তহবিল সংগ্রহের।
গতকাল ৪ঠা সেপ্টেম্বর বুধবার বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রথম ধাপে ফোরামের পক্ষ থেকে লক্ষ্মীপুর সদর থানার দক্ষিণ মজুপুর গ্রামে কয়েক শত দুস্থ্য বন্যার্তদেরকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ফোরামের সম্মানিত সদস্যদের আর্থিক সহায়তায় এই মহৎ কাজ সম্পন্ন হয়েছে, যা স্থানীয় শিক্ষকরা সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন।
কমিটির পক্ষ থেকে বলা হয়,  তাদের সহযোগিতায় যদি বাংলাদেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে, তবে আমাদের এই পরিশ্রম সার্থক হবে।
“চলুন সবাই মিলে দেশের বন্যার্তদের সহযোগিতা অব্যাহত রাখি।”।
তাদের এই মহৎ উদ্যেগের কারনে অসহায় বানভাসি মানুষ দোয়া ও কৃতঙ্গতা জানিয়েছে।সূদুর আমেরিকাতে থেকেও তারা দেশের দূসময়ে বন্যায় আক্রান্ত মানুষের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করায় সকলেই তাদের  ভূয়সী প্রশংসা করেছেন।
Exit mobile version