মুহাঃ আক্তারুজ্জামান
লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল এণ্ড কলেজের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ০৮ ফেব্রুয়ারি ২০২৪ রোজ বৃহস্পতিবার এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জেড এম ফারুকি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব, হলি ফাউন্ডেশন ও শাহী গ্রুপের চেয়ারম্যান মেজবাহুর রহমান চিশতি, লক্ষ্মীপুর বণিক সমিতির সহ-সভাপতি আবদুল আজিজ, জনতা ব্যাংক লক্ষ্মীপুর শাখার প্রাক্তন ম্যানেজার ও নুর মিয়া বাইতুল জান্নাহ জামে মসজিদের সেক্রেটারি আবুল হোসেন বাবুল। ইকরা পয়েন্টের প্রধান শিক্ষক মো. শরিফ হোসেন, নিজাম উদ্দিন, সিরাজুল ইসলাম, লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল এণ্ড কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম সুমন, সিনিয়র শিক্ষক ফাতেমা বেগম, দিলরুবা আক্তার, রুবিনা ইয়াসমিন, আজগর হোসেন, নাবিলা ইসলামসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন সফলতার জন্য নিজেকে চেষ্টা করতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সন্তানদের সুস্বাস্থের দিকে নজর দিবেন। তিনি বর্তমান শিক্ষাব্যাবস্থারও প্রশংসা করেন। অনুষ্ঠানে অংশ গ্রহণকারীরা প্রতিষ্ঠানের, পরীক্ষাথীর্দের, এবং সকল শিক্ষার্থীদের জন্য সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাও. মোহাম্মদ হোসেন।
Post Views: ৩৩৫
Like this:
Like Loading...
Related