লামায় জেলা পরিষদের উদ্যোগে সেই অসহায় ৩৬ পরিবারকে ত্রাণ

ক্যাপশন-লামায় ৩৬ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করছেন বান্দরবান জেলা পরিষদ নের্তৃবৃন্দ

সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় প্রায় ৩৫০ থেকে ৪০০ একর জায়গা নিয়ে বিরোধ চলে আসছে লামা রাবার ইন্ড্রাষ্টি কোম্পানী ও লাংকম পাড়া, রেংগেন পাড়া ও নতুন ত্রিপুড়া পাড়াসহ তিন পাড়ার ক্ষুদ্র ঞ গোষ্টী ৩৬ পরিবারের সাথে।গত কয়েক দিন আগে কে বা কারা আগুন দিয়ে ৩০০ একর জায়গা পুড়িয়ে দিয়েছে।জুমের জায়গা পোড়ে যাওয়ায় না খেয়ে আছে তিন পাড়ার উপজাতি বাসিন্দারা এমন খবরে ৮ মে সেখানে ত্রাণ নিয়ে যান লামা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সার।ত্রাণ দেওয়াশেষে একপর্যায়ে রাবার কোম্পানীর একজন স্ট্যাপকে পাড়ার বাসিন্দারা সেখানে দেখতে পেয়ে এই ত্রাণ রাবার কোম্পানীর ভেবে নির্বাহী কর্মকর্তাকে ত্রাণ ফেরৎ দেন পাড়ার বাসিন্দারা।এ নিয়ে ব্যাপক হৈচৈ উঠে এলাকাসহ প্রশাসনের মধ্যে।পরে তাদের ভুল বুঝতে পেরে ৯ মে উপজেলা সদরে এসে নির্বাহী কর্মকর্তার কাছ থেকে আবার ত্রাণ গ্রহন করেন পাড়ার বাসিন্দারা।
এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পর ১০ মে বেলা ১২ টার দিকে জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ ত্রান দেওয়া হয়েছে সেখানে। উপজেলার সরই ইউনিয়নের দুর্গম এলাকা গিয়ে লাংকম পাড়া, রেংগেন পাড়া ও নতুন ত্রিপুড়া পাড়ার ৩৬ পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল,জেলা পরিষদ সদস্য সিং ইয়ং মুরুং,জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান,
ইউএনডিপির জেলা ম্যানেজার খুশি রায় ত্রিপুরা।ত্রাণ হিসেবে প্রতি পরিবারকে ৫০ কেজি চাল ও ২ লিটার পানি দেন জেলা পরিষদ। ত্রান পেয়ে খুশি তিন পাড়ার বাসিন্দারা।#

সংবাদ প্রেরক

Exit mobile version