লামায় ৩দিনের সফরে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার

অবস্থান করবেন তিনি।

সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান):বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার তিনদিনের সরফরে বান্দরবানের লামায় এসেছেন।১৭ থেকে ১৯ মার্চ এই ৩দিন উপজেলার ক্যাজুপাড়ায় অবস্থিত কোয়ান্টাম ফাইন্ডেশনে অবস্থান করবেন তিনি।
কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার সৈয়দ আল আমিন জানান,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে কোয়ন্টাম ফাউন্ডেশন সফরে এসেছেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।তিনদিনের সফরের ১৭ মার্চ বিকেলে ফাউন্ডেশনের কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের হিকমান প্রাঙ্গণে বিচারপতিকে গার্ড অব অনার প্রদান করে স্কুলের প্যারেড ও ব্যান্ড বাদক দল।এরপর বিচারপতি কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ পরিদর্শন করে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপিকা আমেনা বেগমের সভাপতিত্বে ইনর্চাজ সালেহ আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা গুরুজী শহীদ আল বোখারী মহাজাতককে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেন,‘কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী কোয়ান্টাদের প্যারেড নৈপুণ্য ও শিক্ষা-ক্রীড়ায় সাফল্য দেখে মনে হচ্ছে তোমরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন তিনি।এসময় সফরসঙ্গীদের মধ্যে তার সহধর্মীনি শাহনাজ বাবলী ও সুপ্রীম কোর্টের একজন আইনজীবী উপস্থিত ছিলেন।আগামী ১৮ ও ১৯ মার্চ আরও দুইদিন বিচারপতি এখানে অবস্থান করবেন।
উল্লেখ্য,কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বলা হয় কোয়ান্টারা।এখানে প্রায় আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থী আবাসিক সুবিধাসহ বিনামুল্যে লেখা পড়া করে থাকে।

Exit mobile version