লামা পৌরসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কম্বল বিতরণ করা হয়।

সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের লামায় গরীব,অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।রবিবার বেলা ১১টায় পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।এলক্ষে পৌরসভা ডিজিটাল সেন্টারে মেয়র জহিরুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল।বিশেষ অতিথি ছিলেন,সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ কাজী আতিকুর রহমান,পৌরসভার সচিব মোঃ জাকির হোসেন,ওয়ার্ড কাউন্সিলর রফিক উদ্দিন মিয়া।
পৌরসভা সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম, পি’র সহযোগিতায় মেয়র মোঃ জহিরুল ইসলামের প্রচেষ্টায় রবিবার বেলা ১১টার দিকে পৌরসভা কার্যালয়ে প্রধান মন্ত্রীর উপহার শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।এসময় ৯টি ওয়ার্ডের ৮৭০জন গরীব, অসহায় ও শীতার্ত জনসাধারণের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

Exit mobile version