শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০২:৫২ পূর্বাহ্ন
অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে শখ করে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে মারা গেছে নবম শ্রেণীর এক স্কুল ছাত্র। রবিবার সকাল ১১ টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুনাইহাটি এলাকায় এ ঘটনা ঘটে। ওই স্কুল ছাত্রের নাম আমির হামজা (১৫)। সে গুনাইহাটি গ্রামের রান্টু সেখের ছেলে ও মাঝগাঁও দক্ষিণপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, নিকট আতœীয়ের কাছ থেকে মোটরসাইকেল চেয়ে নিয়ে গুনাইহাটি বাজারে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ আমির হামজা সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। তাকে গুরুতর আহত অবস্থায় বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।