মালদ্বীপের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ড. মোহাম্মদ মুইজু। শুক্রবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল পৌনে ৫টায় রাজধানী মালে সিটির রিপাবলিক স্কয়ারে তাকে শপথবাক্য পাঠ করান দেশটির প্রধান বিচারপতি আহমেদ মুথাসিম আদনান।
অনুষ্ঠানে মোট ৪৬টি দেশের প্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধানদের বিশেষ দূত উপস্থিত ছিলেন। এছাড়া সদ্য সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপ রাষ্ট্রে সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচন ছিলো বেশ গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে এবার ভারত বিরোধী অবস্থান নিয়ে জোর প্রচারণা চালান একসময় মালের মেয়রের দায়িত্ব পালন করা মুইজ্জু। এই প্রচারণা কাজেও লাগে। প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম সোলিহকে ১৯ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।