হাসান আহমেদ। ।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন গত কাল ২১ মে মঙ্গলবার কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে শেষ হয়েছে। এতে চেয়ারম্যান পদে মকবুল হোসেন পাটোয়ারী ঘোড়া প্রতীক,ইমদাদুল হক মিলন চশমা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান ও হাসিনা আক্তার প্রতীক প্রজাপতি মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
এবারের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় এবং বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের নির্বাচন বর্জনের ঘোষণায় কেবল সরকারি দলের লোকজনই নীর্বাচনে প্রার্থী হয়েছেন। ফলে উৎসব মুখর পরীবেশে নীর্বাচনের যে ঐতিহ্য তা শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে দৃষ্টিগোচর হয়নি। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পর্যবেক্ষনে ও প্রিজাইডিং কর্মকর্তার সাথে আলাপকালে জানা যায়, সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হলেও বেলা ১২ টা পর্যন্ত আনুমনিক ১২ থেকে ১৫ শতাংশ ভোট পড়ে। তবে বেলা বাড়ার সাথে সাথে মহিলা ভোটার সহ ভোটারের উপস্থিতি কিছুটা বাড়ে।
এ উপজেলায় ১জন হিজড়া সহ মোট ভোটার ২ লক্ষ ৬ হাজার ২ শত ৪৪ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৪ হাজার ১৪ জন ও মহিলা ভোটার ১লক্ষ ২ হাজার ২ শত ২৯ জন।
তবে এ নীর্বচনে মাত্র ৫ ৮ হাজার ৯ শত ৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা মোট ভোটারের মাত্র ২৮ দশমিক ৬০ শতাংশ।
পূর্নাঙ্গ ফলাফল
চেয়ারম্যান পদে মোঃ মকবুল হোসেন পাটোয়ারী ঘোঁড়া প্রতীক নিয়ে ৩২ হাজার ৬ শত ৭৯ ভোট পয়ে বেসরকারি ভাবে নীর্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ওমর ফারুক রুমি আনারস প্রতীক নিয়ে পয়েছেন পেয়েছেন ২৬ হাজার ৯৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে ইমদাদুল হক মিলন চশমা প্রতীক নিয়ে ২২ হাজর ৮ শত ৪৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নীর্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি তোফায়েল আহমেদ ইরান উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৬৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা আক্তার প্রজাপতি প্রতীক নিয়ে ২১ হাজার ১ শত ৩৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নীর্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি কামরুন্নাহার কাজল হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৯ শত ৬৭ ভোট।