রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৭:০৫ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি
আজ ২৫ আগষ্ট সন্ধ্যা সাত টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে শিক্ষক নেতা কাজী আলমগীর ও রফিকুল ইসলামের স্মরণ সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম.এ ছফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম আঞ্চলিক শাখার সহ-সভাপতি আবদুচ ছাত্তার মজুমদার, সাখাওয়াত হোসাইন তালুকদার , উত্তর জেলার সভাপতি মোঃ মোস্তফা, ”ট্টগ্রাম মহানগর সচিব মোঃ সাইফুল ইসলাম চৌধুরী । আরো বক্তব্য রাখেন আবদুল মাবুদ , মোঃ মুজিবুর রহমান, খুরশিদ আলম , বদিউল আলম, আ স ম ফয়সাল, হারুনুর রশীদ, মোজাহেরুল ইসলাম প্রমুখ ।
বক্তারা সন্ধীপ মুছাপুর বদিউজ্জামান হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ,শিক্ষক সমিতি সন্ধীপ উপজেলার সভাপতি ও উত্তর জেলার সহ সভাপতি কাজী মোঃ আলমগীর এবং হাটহাজারী পশ্চিম ধলই হাইস্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সচিব মোঃ রফিকুল ইসলামের বর্নাঢ্য জীবনের উপর আলোকপাত করে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।