সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান): লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম একজন শিক্ষাবান্ধব মেয়র।শিক্ষার প্রতি তার অনন্য আগ্রহ।লেখাপড়ায় মনযোগ বাড়াতে পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে থাকেন।বিভিন্ন অনুষ্ঠানে ঘোষণা দেন,যারা বৃত্তি,জিপিএ ৫ পাবে তাদেরকে পুরুস্কৃত করা হবে।শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন।লেখাপড়ার খোঁজ খবর নেন।
পৌর এলাকায় বসবাসরত ৭৯ জন কৃতি শিক্ষাথীকে এবছর সম্মাননা স্মারক ও প্রাইজবন্ড দেওয়া হয়েছে। ২০২৩ সালে সদ্য প্রকাশিত ফলাফলে পৌরসভার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় হতে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৪৮ জন,জিপিএ ৫ প্রাপ্ত এসএসসিতে ১৮ জন,এইচএসসিতে ১১জন,আলিমে ১ জন,অনার্স প্রথম শ্রেনিপ্রাপ্ত ১ জনকে এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা হিসেবে কৃতি শিক্ষার্থীরা পেয়েছে প্রতিজন ১০০০ টাকার প্রাইজ বন্ড ও পদক।
গত ১০ মার্চ শুক্রবার মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভার আয়োজনে ৪ থেকে ৫ হাজার মানুষের উপস্থিতিতে জাঁকজমকপুর্ণ সংবর্ধনার মাধ্যমে কৃতি শিক্ষার্থীরা প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং এমপির হাত থেকে সম্মাননা স্মারক গ্রহন করেন।বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রীর হাত থেকে সম্মাননা নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত একজন কৃতি শিক্ষার্থী অভিনন্দা বড়ুয়া ঐশি সংবর্ধনা ও সম্মাননা স্মারক পেয়ে অনুভুতি প্রকাশ করে বলেন,একজন শিক্ষাবান্ধব মেয়র জহিরুল ইসলাম এতবড় বিশাল সংবর্ধনার মাধ্যমে আমাদেরকে যে সম্মাননা দিয়েছেন এতে লেখা পড়ার প্রতি আমাদের আরও উৎসাহ বেড়ে গেছে।
একান্ত আলাপে বাংলাদেশ বুলেটিনকে মেয়র জহিরুল ইসলাম বলেন,আমি মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে পৌরসভার কয়েকটি বেসরকারী স্কুলে শিক্ষক চাহিদা পুরণ করতে পৌরসভার পক্ষ থেকে সম্মানিভাতা প্রদান করছি।তাছাড়া লেখাপড়ায় আগ্রহ বাড়াতে এবার শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দিয়েছি।লেখাপড়ার মান বাড়াতে ভবিষ্যতেও আমার এ প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।
সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালকের কোমরে দড়ি, পুলিশের এসআইকে তলব
সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের মামলায় পরিচালক পারভেজ হোসেনকে কোমরে দড়ি বেঁধে আদালতে নেওয়ায় দায়িত্বে থাকা এসআইয়ের কৈফিয়ত তলব করেছে...