বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ১২:১৩ পূর্বাহ্ন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গাংনগর এ.এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভবণ ঝুঁকিপূর্ণ হওয়ায় খোলা আকাশের নিচে মেহগনি বাগানে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলছে। জানা যায় উপজেলার ঐতিহ্যবাহী গাংনগর এ.এম বহুমুখী উচ্চ বিদ্যালয় ১৯৫০ সালে স্থাপিত হয়েছে। অজো পাড়া গ্রামে ওই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অত্র এলাকার ছেলে মেয়েদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। দীর্ঘ প্রায় ৬০ বছর পূর্বে বিদ্যালয়টি স্থাপিত হওয়ায় শ্রেণিকক্ষ, ছাত্রীকমন রুম, ল্যাব্রেটরী ও অফিস কক্ষ সহ প্রায় ২০টি রুমের ছাদ এর প্লাস্টার ভেঙ্গে শিক্ষার্থীদের গায়ে ও মাথার উপর পড়ছে। গত বৃহস্পতিবার বিদ্যালয় চলাকালীন সরেজমিনে গেলে শিক্ষার্থীরা জানান ৯ম শ্রেণির ক্লাস চলাকালে ওই ক্লাসের রিফাত আল কাউসার এর মাথায় প্লাষ্টার খুলে পরলে সে মারাত্মক ভাবে আহত হয়। এর পর থেকে ওই ভবণে ক্লাস করতে শিক্ষার্থী ও শিক্ষক ভয় পাচ্ছে। যে কোন মূহুর্তে ছাদের পাস্টার খুলে পরে প্রাণ হানির ঘটনা ঘটতে পারে এই আতংক শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বিরাজ করছে। তাই খোলা আকাশের নিচে মেহগনি বাগানে প্রতিদিন পাঠদান কার্যক্রম চলছে। এ ব্যাপারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এস.এম ফসিয়ার রহমান বলেন, চলতি বর্ষার কারণে ছাদ চুয়ে ঝুঁকিপূর্ণ হওয়ায় ছাদ থেকে পানি পড়ছে। এমনকি প্লাস্টার খুলে শিক্ষার্থীদের মাথায় পড়ছে। এই বিদ্যালয়ে বর্তমানে ১১শ শিক্ষার্থী নিয়মিত ভাবে ক্লাসে উপস্থিত হয় বলে তিনি জানান । অত্র বিদ্যালয়ের সভাপতি রায়হান উদ্দিন মাছুম এ প্রতিবেদক-কে বলেন, আমি সম্প্রতি বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছি। বিদ্যালয়টি অবহেলিত হওয়ার ফলে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সমস্যায় জর্জড়িত হয়েছে। তিনি বলেন বর্তমান সংসদ সদস্য বিদ্যালয়ের সমস্যার কথা জানার পর তাৎক্ষনিক ভাবে সংস্কার কাজের জন্য ১৭ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন। তবে অবিলম্বে বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ করা না হলে শিক্ষা কার্যক্রমের ব্যাঘাত ঘটবে।