শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:২৯ পূর্বাহ্ন
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদ শিবগঞ্জ এর আয়োজনে শুক্রবার উপজেলা শহীদ হাফিজার রহমান মিলনায়তনে চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে সভা সংগঠনের সাবিয়া আলম মুন্নির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন শিবগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ইউসুফ আলী মন্ডল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন ডঃ মোঃ সাইফুল ইসলাম, নওগাঁ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গোলাম রব্বানী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক মাসুদ রানা, শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সর’র ডাঃ এমএ এইচ শামীম, সংগঠনের আরিফ বিল্লাহ, মোঃ মামিন, গোলাম মোস্তফা, মশিউর রহমান প্রমুখ। সভায় শিবগঞ্জের কৃতি সন্তান সম্ভাবনা জুডিশিয়ার ম্যাজিষ্ট্রেট নওগাঁর মোঃ গোলাম রব্বানী, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাসুদ রানা এবং ডাঃ এমএ এইচ শামীম সহ ৫জনকে শিবগঞ্জের কৃতি সন্তান সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্বিবিদ্যালয়ের সুযোগ প্রাপ্ত ৮০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
জিএম মিজান শিবগঞ্জ বগুড়া