শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:০০ পূর্বাহ্ন
বগুড়ার শিবগঞ্জ মসলা গবেশণা কেন্দ্রের আয়োজনে শুক্রবার দক্ষিণ কৃষ্ণপুর মাঠে আদা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মসলা জাতীয় ফসলের গবেশণা জোড়দার করন প্রকল্পের সহযোগিতায় সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কেএম খালেকুজ্জামান। উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আশিকুল ইসলাম নিরুর পরিচালনায় কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মসলা গবেশণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা আবু হেনা ফয়সাল ফাহিম, কৃষক শামসুল আলম, শরিফুল ইসলাম প্রমুখ। কৃষক সমাবেশে বারি আদা ১ ও ২ এর চাষাবাদের উপর কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। পরে কৃষকদের নিয়ে আদা চাষের প্রদর্শনী প্লট পরিদর্শন করা হয়।