বুধবার, ২১ এপ্রিল ২০২১, ১১:১৫ অপরাহ্ন
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সোমবার রাতে বগুড়ার শিবগঞ্জ সদর ইউনিয়নের সাদুল্লাপুর পূজামন্ডপ পরিদর্শন করেন বিশিষ্ট সমাজ সেবক মেহেদি হাসান খোকন এ সময় উপস্থিত ছিলেন তরুণ বসাক, নবরঞ্জন,মিঠন, শুভ, রফিকুল ইসলাম, হারুনুর রশিদ,লতিফউল্যøা,হাফিজার,শফিকুল, আবু মুসা,মেহেদুল শরিফুল,হেলাল,তুষার,মিম,আজিজুল,শাহারুল ইসলাম প্রমুখ। পরে পূজা উৎযাপন কমিটির সভাপতি শ্রী নারায়ন সরকারের হাতে নগদ অর্থ প্রদান করেন।