শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:০৬ পূর্বাহ্ন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউপির দুদাহার রবিবার বিকালে একতা ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে দিন ব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক ও আলোচনা সভা মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ তোজাম ফকির, বগুড়া জেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম-সাধরণ সম্পাদক শাহ কামাল তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক আব্দুল গফুর মন্ডল, ইউনিয়ন যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্যা মোছাঃ নাছিমা বেগম, দুদাহার একতা কাবের সভাপতি জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনছুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ শহিদুল ইসলাম ও আতিকুল ইসলাম।
জিএম মিজান শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি