সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৬:১১ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক: আগামী ১০ সেপ্টেম্বর (১০ মহররম) পবিত্র আশুরা। শনিবার বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামীকাল রবিবার হিজরি চান্দ্র বর্ষের প্রথম দিন বা ১৪৪১ হিজরি সনের প্রথম দিন।
শুভ নববর্ষ। ইসলামের ইতিহাস অনুযায়ী, বিশ্ব মুসলিমকে ইসলামের চেতনায় উদ্দীপ্ত করতে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক (রা.) খেলাফতের চতুর্থ বছর (৬৩৮ খ্রিষ্টাব্দ) থেকে আরব দেশে হিজরি নববর্ষ প্রবর্তন করেন। রোজা, ঈদ, হজসহ ইসলামের গুরুত্বপূর্ণ ধর্মীয় বিধি-বিধান ও ইবাদত বন্দেগী চাঁদ দেখার ওপর নির্ভরশীল। দিনটি মুসলিম জাতির জন্য এক বিশেষ মর্যাদার। একইসঙ্গে ১০ মহররম আশুরার দিনটি ইসলামে বিশেষ গুরুত্বপূর্ণ ও মর্যাদার দিন। প্রিয় নবী মুহাম্মদ (সা.) আশুরা উপলক্ষে দুইদিন রোজা পালন করেছেন। পবিত্র হাদিসে আশুরার গুরুত্ব বর্ণিত হয়েছে।