সংবাদ কর্মীকে বাড়ী থেকে নিয়ে এসে আদালতে প্রেরণ করা সেই ওসি স্ট্যান্ড রিলিজ

রংপুর বিভাগীয় প্রতিনিধি: সংবাদ কর্মীকে বাসা থেকে থানায় ধরে নিয়ে এসে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর ঘটনায় রংপুরের তারাগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রংপুরসহ সারা দেশে তোলপাড় শুরু হয়।

বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে তারাগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমানকে স্ট্যান্ড রিলিজ করে দিনাজপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। দৈনিক সংবাদের তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম বলেন, তারাগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান এর আগেও এ থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয় দফায় সেখানে তিনি দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, সম্প্রতি যৌতুকের একটি মামলায় দুই বছরের কারাদন্ডাদেশ হন তারাগঞ্জ উপজেলার ইকরচালি বানিয়াপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে মমদেল হোসেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

আদালতের নির্দেশ সত্ত্বেও আসামিকে গ্রেফতার না করায় ওই যৌতুক মামলার বাদী রংপুরের পুলিশ সুপারের কাছে ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে গত ১৮ আগস্ট দৈনিক সংবাদে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার না করায় ওসির বিরুদ্ধে এসপির কাছে অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ওই অফিসার ইনচার্জ যৌতুক মামলার বাদীকে ম্যানেজ করার চেষ্টা করে ব্যর্থ হন। এ নিয়ে দ্বিতীয়বার আরেকটি সংবাদ প্রকাশ করেন।

ফলে সাংবাদিক আশরাফুল ইসলামের প্রতি ক্ষিপ্ত হন তারাগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান। গত ২৪ আগস্ট রংপুর নগরীতে মানবকল্যাণ সংস্থা ও সিএসও ফোরাম যৌথভাবে আয়োজিত নারী নির্যাতন বিরোধী কর্মশালায় বক্তব্য রাখেন সংবাদের প্রতিনিধি আশরাফুল ইসলাম।

সাংবাদিক আশরাফুল তার বক্তব্যে তারাগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পসহ দুটি স্থানে দুই শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনার কথা তুলে ধরেন। এসব ঘটনায় মামলা নেয়নি তারাগঞ্জ থানা পুলিশ। আশরাফুল ইসলামের দাবি, পরপর দুটি ঘটনায় মোস্তাফিজার ক্ষিপ্ত হয়ে তাকে শায়েস্তা করার পথ খুঁজছিলেন। এরই মধ্যে গত ৩০ আগস্ট জমি নিয়ে পূর্ববিরোধের ঘটনায় তার চাচাসহ ছোট ভাইদের সঙ্গে সংঘর্ষ হয়।

ওই ঘটনাকে কেন্দ্র করে এ সাংবাদিকের প্রতিপক্ষ থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের নিকট থেকে একটি লিখিত অভিযোগ নিয়ে রাখেন। তিন দিন পর গত ২ সেপ্টেম্বর সকালে বাড়িতে পুলিশ পাঠিয়ে তাকে আটক করে থানায় আনা হয়।

 

ঘটনার দুই ঘণ্টা পর মারামারির ঘটনার কথা উল্লেখ করে মামলা রেকর্ড করে তাকে আদালতে চালান দেওয়া হয়। রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার ডিবি অ্যান্ড মিডিয়া মো. ইফতে খায়ের আলম বলেন, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমানকে দিনাজপুরে বদলি করা হয়েছে।

Exit mobile version