প্রধান অতিথির বক্তব্যে জনপার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী বলেন, জনপার্টি দীর্ঘ ৬ বছর যাবৎ রাজপথে থেকে মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদেরকে তৈরীর পাশাপাশি গণমানুষের পাশে থেকে স্বাধীনতার স্বপক্ষে কাজ করে যাচ্ছে। জনপার্টি বিভিন্ন সময় জনহিতকর কর্মসূচি পালন করছে। জনপার্টি চায় সকল রাজনৈতিক দল ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু তা না করে কতিপয় রাজনৈতিক দল হরতাল, অবরোধের নামে মানুষের জানমালের ক্ষতি করছে ও সরকারি সম্পত্তি বিনষ্ট করছে। রাজনীতি হওয়া উচিত জনস্বার্থে কিন্তু তা না করে কিছু রাজনৈতিক দল ভাংচুরের প্রতিযোগিতায় নেমে পড়েছে। এসকল অপরিকল্পিত কর্মসূচি জনগণ মেনে নেবে না। তারা এই অশুভ শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সব ধরণের পদক্ষেপ গ্রহণ করবে।
জনপার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী আরো বলেন, আন্দোলনের নামে ভাংচুর, জ্বালাও পোড়াও না করে সকলকে নির্বাচনমুখী হতে হবে। এতে দলীয় কর্মীরা যেমন সক্রিয় থাকবে এবং রাজনৈতিক মাঠও থাকবে সমান্তরল।