হাসান আহমেদ:
বন্দর নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়-এ আজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পরিষদ-২০২৩ গঠিত হয়েছে। কার্যকরী পরিষদ ও ইউনিটের সদস্যদের সাথে নিয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জনাব মো. মোখলেছুর রহমান বলেন, ‘পড়ালেখার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে মানবসেবায় এগিয়ে আসতে হবে।
প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানান দুর্যোগ মোকাবেলায় রেড ক্রিসেন্ট সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। আমি বিশ্বাস করি, বিদ্যালয়ের প্রতিটি যুব সদস্য রেড ক্রিসেন্টের সাথে যুক্ত হয়ে মানবসেবামূলক কাজে নিজেদের যুক্ত করবে এবং বিদ্যালয়ের জন্য জন্য সুনাম বয়ে আনবে।’ তিনি রেড ক্রিসেন্টের নানান কর্মসূচি বিদ্যালয়ে বাস্তবায়ন করার উপর জোর দেন এবং সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
সপ্তাহব্যাপী চালানো উদ্বুদ্ধকরণ কর্মসূচি শেষে আজ মুক্তদল সদস্য সানাউল্লাহ ভুবন, আনিকা ইবনাত সূচী ও আবু বকর ফুহাদ ইউনিটে উপস্থিত থেকে কার্যকরী পরিষদ গঠনে সহায়তা করেন। উদ্বুদ্ধকরণ কর্মসূচি থেকে শুরু করে ইউনিটের সদস্য নির্বাচন ও কার্যকরী কমিটি গঠনের দিকগুলোর সার্বিক তত্ত্বাবধান করেন বিদ্যালয় ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জনাব নাছির আহমদ।