আলমগীর হোসেন,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার আশড়ন্দ বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে জৈনক মজিবর রহমানের একটি মুদিখানা দোকান ও দোকানে থাকা সকল মালামাল সামগ্রী পুড়ে ছাই হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের সময় আইহাই ইউনিয়নের ইউনিয়ন সদর আশড়ন্দ বাজারে এই অগ্নি কান্ডের ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষ দর্ষি সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে বাজারের প্রায় সকল লোকজন তাদের নিজ নিজ দোকান পাট বন্ধ করে নামাজ আদায় করতে মসজিদে যায়। নামাজ প্রায় শেষের দিকে কিছু লোকজন বাজারে আগুন আগুন বলে চিৎকার করতে থাকলে মসজিদের মাইকেও আগুনের এলান প্রচার করা হয় এবং মসজিদের সকল মুসুল্লিগন এক যোগে আগুন নেভাতে আগাইয়া আসে। সাপাহার উপজেলার ফায়ার সার্ভিসও সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে ক্ষতিগ্রস্থ্য মজিবর রহমান জানান যে হঠাৎ আগুনের সূত্রপাতে আমার দোকানের সকল মালামাল ও সাথে সংযুক্ত দুটি গুদামঘর পুড়ে অনুমান কয়েক লক্ষটাকার ক্ষয় ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ইউনিট লিডার কামনুজ্জামান জানান যে ফায়ার সার্ভিসের উপস্থিতিতে মহুর্তে আগুন নিয়ন্ত্রনে আনায় বাজারের অন্য কোন দোকানে আগুন ধরেনি। তবে দোকানদার মজিবরের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এবং বৈদ্যুতিক সকসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাপাহারে মুদিখানা দোকান বৈদ্যুতিক আগুনে পুড়ে ছাই
-
by admin
- Categories: রাজশাহী বিভাগ
Related Content
নাটোরে প্রত্যন্ত গ্রামে কৃষকের বাড়িতে ডাকাতি
by admin ২৭/০১/২০২৫
তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
by admin ২৭/০১/২০২৫
নাটোরে কালিকাপুর ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট শুরু
by admin ২৫/০১/২০২৫
পত্নীতলায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত
by admin ২৫/০১/২০২৫
রাবিতে শিক্ষার্থী নিহত, পরিবারের অভিযোগ ‘পিটিয়ে হত্যা’
by admin ২৪/০১/২০২৫