মো: রাজিবুল ইসলাম বাবু, নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ায় ০৫ বছরের বছরের এক মক্তবে পড়ুয়া শিশু ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল আনুমানিক নয়টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বিনগ্রাম গ্রামের পশ্চিমপাড়া হাফিজিয়া ও মক্তব পড়ানো মাদ্রাসা এ ঘটনা ঘটে। এরপর বিষয়টি জানাজানি হলে ওই মক্তবে পড়ুয়া শিশু ছাত্রের পরিবারের লোকজন মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও আশপাশের লোকজন কে ঘটনাটি খুলে বলে। পরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যসহ গ্রামের কিছু লোকজন জানার পরে ওই শিক্ষকের পরিবারের লোকজন কে খবর দেয়। ওই শিক্ষক বিনগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদ এর মোয়াজ্জেম ও মাদ্রাসায় মক্তবে ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দিত। ওই শিক্ষক/মোয়াজ্জেম এর নাম জাহিরুরুল ইসলাম, তাহার বাসা দিনাজপুর জেলায়। মক্তবে পড়ুয়া শিশু ছাত্র মোঃ সৌরভ হোসেন বিনগ্রাম দক্ষিণ পাড়া গ্রামের মোঃ আজমল হোসেনের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায় উক্ত ঘটনায় ওই শিক্ষকের পরিবারের লোকজন আসলে বিষয়টি নিয়ে আপষ মিমাংসা করা হবে।
সিংড়ায় শিশু ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ উঠেছে মক্তবের শিক্ষকের বিরুদ্ধে
-
by admin
- Categories: বাংলাদেশ, রাজশাহী বিভাগ
Related Content
২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা
by admin ২৪/০২/২০২৫
সিইসি ৯১, ৯৬ ও ২০০১ সালের মতো নির্বাচন করতে চাই
by admin ২৪/০২/২০২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, তবে কি পদত্যাগ করেছেন নাহিদ?
by admin ২৪/০২/২০২৫
বদলগাছীতে কয়েলের আগুনে পুড়ে মারা গেল ৩টি গরু! অগ্নিদগ্ধ মালিক!!
by admin ২৪/০২/২০২৫