ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ‘অপু বিশ্বাস’ দীর্ঘ বিরতির পর আবারও ফিরেছেন সিনেমার পর্দায়। দুর্গাপূজা উপলক্ষে ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি
পাবে তার অভিনিত নতুন সিনেমা ‘ঈশা খাঁ’। এই সিনেমার ট্রেলার দেখে ইতোমধ্যে গোটা সিনেমার দেখার প্রতি আগ্রহ বেড়েছে দর্শকের। ছবিটি মুক্তির আগেই দর্শকের আগ্রহ বেড়েই চলেছে। এই সিনেমাতে শুটিং করতে গিয়ে সবারই অনেক পরিশ্রম হয়েছে, এ জন্য বলা যায় দর্শক ভালো একটি ছবি পাচ্ছে। সিনেমার সব কাজ শেষ দিকে আগামী ৩০ সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে ছবিটি মুক্তি পাবে। জানা গেছে প্রাচীন সাম্রাজ্যের হারিয়ে-যাওয়া ঐতিহাসিক দৃশ্য ও বিষয় গুলো তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। সিনেমাতে ‘ঈশা খাঁর চরিত্রে দেখা যাবে অভিনেতা ডিএ তায়েবকে। ছবিতে অভিনয় করেছেন, অমিত হাসান, ডন, রেবেকা, আনহা তামান্না সোহান খান, সহ আরও অনেকে। সবশেষে আমি দর্শকদের বলতে চাই আগামী ৩০ তারিখ থেকে সবাই হলে গিয়ে টিকেট কেটে সিনেমাটি দেখবেন। সবার জন্য শুভকামনা!