চোটের কারণে বিশ্বকাপে নেই তামিম ইকবাল। যদিও অনেকেই মনে করছেন, তামিম শতভাগ ফিট না হলেও তার বিকল্প যারা আছেন তাদের থেকে ভালো। তাই বিশ্বকাপ দলে তামিমকে না রাখা নিয়ে দেশজুড়ে উঠেছে সমালোচনার ঝড়।
এরই মধ্যে বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে তামিম ইস্যু নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকেও।
সুজন অবশ্য জানালেন, সাম্প্রতিক সময়ে তামিমের সঙ্গে কথা হয়নি তার। তবে কয়েকদিন আগে বিপিএলের ড্রাফট চলার সময় তার চোটের খোঁজখবর নিয়েছিলেন। সে সময় তামিম তাকে জানান, চোটের যা অবস্থা, তাতে তার ভালো কিছু হবে না।
সাংবাদিকরা জানার চেষ্টা করেন, বিশ্বকাপের দলে জায়গা পাওয়া না পাওয়া নিয়ে তামিমের সঙ্গে তার কথা হয়েছে কি না। এ নিয়ে সুজন বলেন, ‘না তামিমের সঙ্গে কথা হয়নি। তার সঙ্গে (বিপিএলের প্লেয়ার্স) ড্রাফটের দিনই কথা হয়েছিল। বলছিল যে ওর ইনজুরিটা আছে। ব্যথা করছে। ব্যাক পেইন আছে সুজন ভাই। আমাকে ম্যানেজ করেই খেলতে হবে, যদি আমি খেলতে চাই। সেটা আমি ক্লিয়ার করে দিবো বোর্ডে। জানিয়ে দিবো। এরপর হয়তো ও বোর্ডে জানিয়েছে যেটা সিলেক্টর বা টিম ম্যানেজমেন্টকে।’