সুন্দরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত

কমপ্লেক্স ভবন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১০ ডিসেম্বর শুক্রবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আফরুজা বারী, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও দহবন্দ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল আলম রেজা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, এমদাদুল হক বাবলু, আবুল হোসেন, আব্দুস সোবহান, ফনীন্দ্র কুমার সাহা প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আববায়ক আহসান আজিজার সরদার মিন্টু, হাফিজা বেগম কাকলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আহসানুল করিম চাদ, সাধারণ স¤পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি গনেশ শীল প্রমুখ। বক্তাগণ হানাদার মুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

Exit mobile version