গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় মামলার সাক্ষীকে মারপিটের ঘটনা ঘটায় চরম নিরাপত্তায় ভুগছে বাদীর পরিবার। জানা যায় উপজেলার দুর্গম চর অঞ্চল বোচাগারী (কাজিয়ের চর) গ্রামের মকবুল হোসনের স্ত্রী হাসিনা বেগম গংদের নিজস্ব জমি ভোগ দখল করা আসা কালিন একই গ্রামে মৃত কোরবান আলী সরকারের পুত্র আশরাফ আলী গংরা জোর পূর্বক ঘরবাড়ী ভাঙ্গচুর লুটপাট জমি দখল ও হাসিনা বেগমকে মারপিট করে। এ ঘটানায় হাসিনা বেগম বাদী হয়ে আশরাফ আলীসহ ১৫ জনকে আসামী করে ২০২১ সালের মে মাসের ৩ তারিখে সুন্দরগঞ্জ থানায় ১৪৩/৪৪৮/৩৭৯/৩৮০/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। যাহার জি,আর নং ১৪৬/২১। মামলার তদন্তকারী কর্মকতা আসামী পক্ষের দ্বারা প্রবাহিত হয়ে বিজ্ঞ আদালতে একই মে মাসের ৭ তারিখে প্রতিবেদন দাখিল করে। বাদী হাসিনা বেগম পুলিশের প্রতিবেদনের বিরুদ্ধে বিজ্ঞ আমলী আদালতে নারাজির আবেদন করেন। আদালত নারাজরি আবেদন আমলে নিয়ে ঘটনা তদন্তে পুলিশ বুরো অফ ইনভেষ্টেগেশন (পিবিআই) কে দায়িত্ব দেয়। গত ২৯ জানুয়ারী পিবিআই এর এসআই শাহ আলম ঘটনা স্থলে উপস্থিত হয়ে মামলার এজাহারভূক্ত সাক্ষীগণের সাক্ষ্য গ্রহণ করেন। পুলিশ ঘটনা স্থল ত্যাগ করলে আসামী আশরাফ আলী তার বাহিনী নিয়ে উপস্থিত হয়ে সাক্ষী হাফিজার রহমান,ওমেদ আলী ও রাবেয়া বেগমকে বেধরক মারপিট করে । এ সময় অনান্য সাক্ষীগণ ও মামলার বাদী দৌড়ে পালিয়ে যায়। বর্তমানে বাদী ও সাক্ষীগণের পরিবার চরম নিরাপত্তায় ভুগছে।
সুন্দরগঞ্জ মামলার সাক্ষীকে মারপিট নিরাপত্তা হীনতায় ভুগছে বাদীর পরিবার
ভুগছে বাদীর পরিবার
-
by admin
- Categories: রংপুর বিভাগ
Related Content
প্রেসক্লাব পার্বতীপুর নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা
by admin মার্চ ১৭, ২০২৫
দিনাজপুরে গণ অধিকার পরিষদ জিওপি’র উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিলে ইব্রাহিম খোকন
by admin মার্চ ১৭, ২০২৫
বিরামপুরে ৫৪ বছর পর আদালতের রায়,দখল বুঝে দিলেন আদালত
by admin মার্চ ১৫, ২০২৫
আরপিএমপির সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
by admin মার্চ ১৫, ২০২৫