প্রেস বিজ্ঞপ্তি
২৩ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে ইন্টারন্যাশনাল মেন’স রাইটস ফাউন্ডেশন এর উদ্যোগে সেন্টমার্টিন দ্বীপে তাদের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে পুরুষ অধিকার নিয়ে সাধারণ মানুষের মাঝে সাগর পাড়ে একটি সচেতনতা মুলক কর্মসূচি গ্রহন করেন। উক্ত কর্মসূচিতে পুরুষ অধিকার ও পুরুষ নির্যাতন আইন দাবির পাশাপাশি সমুদ্র পাড়ের ময়লা পরিষ্কার, সরকারি ভাবে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করন, ভালো চিকিৎসা ব্যবস্থা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করনের সাথে সাথে জাহাজ থেকে উঠা নামার জন্যে শৃঙ্খলাবদ্ধ তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধিতে জোর দাবি জানান । এ সময় তারা সাগর পাড়ের কিছু অংশের ময়লা পরিষ্কার করেন।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মেন’স রাইটস ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ মাজেদ ইবনে আজাদ ও ঢাকা মহানগর যুগ্ম আহবায়ক – মোঃ আল মামুন রাজু এবং সদস্য মশিউর ইসলাম খান (সানি), নাসিম, মবিন, মিলন, সাদ্দাম সহ বিভিন্ন জেলা ও থানার অনন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইন্টারন্যাশনাল মেন’স রাইটস ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ মাজেদ ইবনে আজাদ বলেন, আমরা আমাদের জায়গা থেকে সকলের পাশে থাকার চেষ্টা করি। প্রতিটি মহৎ কাজে স্রষ্টা এবং সকলের ভালবাসা পাওয়া যায়। পর্যায়ক্রমে বাংলাদেশর প্রতিটি জেলা, থানায় আমাদের কমিটি তৈরির পাশাপাশি সমাজ ও দেশের স্বার্থে মানুষের পাশে দাঁড়ানোর জন্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হবে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।