গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :- বাংলাদেশ সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের সংগঠন ব্রাফা (BRAFA) এর কার্যকরী কমিটির আলোচনা সভা ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ৭ই আগস্ট ২০২২ ইং (রবিবার) বিকেলে সোনাগাজী পৌর শহরের নিউ হার্বি কাবাব কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইসরাফিল’র সভাপতিত্বে ও জসিম উদ্দিন’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন – সার্জেন্ট (অবঃ) আবদুল হক, সার্জেন্ট (অবঃ) মোঃ লিয়াকত আলী, ওয়ারেন্ট অফিসার (অবঃ) আবুল কালাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) আমিনুল হক। এতে আরও বক্তব্য রাখেন – ব্রাফা’র ১নং চর মজলিশপুর ইউনিয়ন সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ সিরাজুল ইসলাম, ২নং বগাদানা ইউনিয়নের সভাপতি সার্জেন্ট (অবঃ) জিয়াউল হক, ৩নং মঙ্গলকান্দি ইউনিয়নের সভাপতি সার্জেন্ট (অবঃ) কামরুল ইসলাম, ৪নং মতিগঞ্জ ইউনিয়নের সভাপতি সার্জেন্ট (অবঃ) ইয়াহিয়া, ৫নং চর দরবেশ ইউনিয়নের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ ইসরাফিল, ৬ নং চরছান্দিয়া ইউনিয়নের সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ আবদুল মন্নান, ৭নং সোনাগাজী ইউনিয়ন সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ আবদুল মতিন, ৮নং আমিরাবাদ ইউনিয়নের সার্জেন্ট (অবঃ) মীর কাশেম, ৯নং নবাবপুর ইউনিয়ন সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ ইমাম হোসেন চৌধুরী, পৌরসভার সভাপতি সার্জেন্ট (অবঃ) শহীদ উল্যাহ প্রমুখ। সংগঠনের আহ্বায়ক কর্পোরাল (অবঃ) মহিউদ্দিন তার বক্তব্যে বলেন- সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণকে ঐক্যবদ্ধ করে নিজেদের মর্যাদা রক্ষা ও জনগণের কল্যানে কাজ করার উদ্দেশ্যে সোনাগাজী উপজেলার ২৫৬ জন সদস্য নিয়ে প্রাথমিকভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের সংগঠন “ব্রাফা” (Brafa) নামক উক্ত সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে। আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি পদে কর্পোরাল (অবঃ) মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক পদে সার্জেন্ট (অবঃ) আবদুল হক’কে নির্বাচিত করা হয়। এছাড়া সহসভাপতি পদে সার্জেন্ট (অবঃ) লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক পদে সার্জেন্ট (অবঃ) ইমাম হোসেন, কোষাধ্যক্ষ পদে সার্জেন্ট (অবঃ) জসিমউদদীন’কে নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটির নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে আগামী ২ বছর উক্ত কমিটি দায়িত্ব পালন করবে।