মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৩:৫৮ পূর্বাহ্ন
তার নিয়োগপত্রে বলা হয়েছে, আইআরজিসি’র শীর্ষস্থানীয় কমান্ডারদের একজন হচ্ছেন ইসমাইল কায়ানি। তিনি ইরাকের চাপিয়ে দেয়া প্রতিরোধ যুদ্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বহু বছর ধরে কুদস ফোর্সের জেনারেল সোলাইমানির পাশে থেকে গোটা অঞ্চলে সেবা দিয়েছেন।
কুদস ফোর্সের কর্মসূচি অপরিবর্তিত থাকবে বলে তিনি উল্লেখ করেছেন। এছাড়া খামেনি নতুন কমান্ডার ইসমাইল কায়ানির সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে জেনারেল সোলাইমানির গাড়িবহর লক্ষ্য করে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র।
হামলায় আয়াতুল্লাহ খামেনির পর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির চেয়েও বেশি ক্ষমতাধর জেনারেল সোলাইমানিসহ আরও বেশ কয়েকজন নিহত হন। এ ঘটনায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের তীব্র উত্তেজনা চলছে।
সূত্র: পার্সটুডে, আনাদলু এজেন্সি