রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ১১:৫৬ অপরাহ্ন
শুক্রবার রাতে পাঠানো শোকবার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্যার ফজলে হাসান আবেদ (৮৩) শেষ নিশ্বাস ত্যাগ করেন। রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। দুপুর সাড়ে ১২টায় ওই স্টেডিয়ামেই সম্পন্ন হবে স্যার ফজলে হাসান আবেদের জানাজা। এরপর ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।