হবিগঞ্জের বাহুবলে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর বাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।সংঘর্ষে গুরুত্বর আহত অবস্থায় এক পুলিশ সদস্যকে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিএনপির ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বাহুবল থানার ওসি মশিউর রহমান বলেন, ‘সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কে পিকেটিং করছিল বিএনপির নেতাকর্মীরা। দুপুরে পুলিশ এসে বাধা দিলে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে আ.লীগ নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’