সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা আহছানিয়া মিশনের, স্বাস্থ্য সেক্টর পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২য়, ডিএসসিসি, পিএ-৩ এর নগর মাতৃসদন কেন্দ্রে দিনব্যাপী বিভিন্ন বয়সী মোট ২০৩ জন নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি ঔষধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
আহছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
নগর মাতৃসদন এর শিশু-বিশেষজ্ঞ মোস্তাকিম আহমেদ এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি দল শনিবার (৯ ডিসেম্বর’২৩ ) হাজারীবাগের, নগর মাতৃসদন কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত স্বাস্থ্য সেবা প্রদান করে।
এর আগে স্বাস্থ্য ক্যাম্পটি উদ্বোধন করেন ঢাকা আহছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ প্রফেসর ড. কাজী শরীফুল আলম। তিনি বলেন, ‘হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) মূলত বৈষম্যহীন সমাজেরই স্বপ্ন দেখতেন, তিনি সর্বদা দরিদ্র নিপীড়িত মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে স্রষ্ঠার নৈকট্য লাভের সাধনা করেছেন।’
উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দীনা রূবাইয়া ও সমাপনী বক্তব্য রাখেন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক ডা: নায়লা পারভীন। ক্যাম্পটির সার্বিক তত্বাবধানে ছিলেন ক্লিনিক ম্যানেজার ডা: ইশরাত শারমিন।
Press Release
‘Free Health Care Initiative Benefits 203 Individuals in Hazaribagh’
A total of 203 individuals, spanning various age groups, received free healthcare services at the Urban Primary Health Care Services Delivery Project-II in Hazaribagh. The initiative, managed by Dhaka Ahsania Mission, Health Sector, not only offered medical consultations but also included medicine distribution, blood group determination, and diabetes testing.
The health camp, held from 10 am to 3 pm on Saturday (December 9, 2013), was orchestrated as part of a month-long series of activities commemorating the 150th birth anniversary of Hazrat Khan Bahadur Ahsanullah (RA), the visionary founder of Ahsania Mission.
Earlier, the health camp was inaugurated by Alhaj Professor, Vice President of Dhaka Ahsania Mission. Kazi Shariful Alam. He said, “Hazrat Khan Bahadur Ahsanullah (RA) originally dreamed of a society without discrimination, he always sought to get close to God by loving the poor and oppressed people.”
Project Manager Mahfida Dina Rubaiah gave a welcome speech and a closing speech was given by Assistant Director of Health Sector Dr. Naila Parveen. The overall supervision of the camp was the clinic manager Dr. Ishrat Sharmin.