আবিদ হাসান ইমতিয়াজ, ইবি।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা সমন্বয়ক এস এম সুইটের নেতৃত্বে বুধবার (২৭ নভেম্বর) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল মেইন গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
এসময় শিক্ষার্থীরা, ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেয়।
সমাবেশে এস এম সুইট বলেন, “হাসিনার বিরুদ্ধে লড়াইরত ছাত্র সংগঠনগুলোর সংহতি সপ্তাহে এই হামলা নিঃসন্দেহে ষড়যন্ত্র। ইসকন হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করে না। ভারতের মদদপুষ্ট চক্রান্তের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানাই।”
প্রসঙ্গত, বুধবার সন্ত্রাসী হামলায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসনাত ও সারজিসের গাড়িকে একটি ট্রাকচাপা দিয়ে পালিয়ে যায়।