টিকটকার বলেন আর সাংবাদিক বলেন সবাই এখন কেবল ভিউই বুঝেন। নায়ক ফেরদৌস বললেন তিনি কখনও বাবার চরিত্রে অভিনয় করবেন না আর সাংবাদিকরা নিউজ করলেন ফেরদৌস কখনও বাবা হবেন না! মামুনুর রশিদ সাহেব হিরো আলমকে দেখিয়ে রুচির দুর্ভিক্ষের কথা বলেছিলেন! এখন তো দেখি সবখানেই রুচির দুর্ভিক্ষ চলে।
দিনশেষে কিসের রুচি, কিসের ক্লাস? ভিউই আসল, ভিউই সব। এই ভিউয়ের জন্যই ৪২ বছর বয়সেও যত্রতত্র ডিগবাজি দেন জায়েদ খান। এই ভিউয়ের জন্যই হিরো আলম রবীন্দ্র সংগীতের শিল্পী বনে যান! কারে দোষ দেবেন?