১৯ দেশের মিশন প্রধানদের ডেকেছে ইসি

আগামী সপ্তাহে ১৯ দেশের মিশন প্রধানদের ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৭ মার্চ সোমবার বেলা ১১টার দিকে তাদের একটি উচ্চপর্যায়ের ব্রিফিং করবে ইসি। ইতোমধ্যে ১৯ দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

ইসি এক আদেশে জানায়- আগামী ১৭ মার্চ বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ঢাকার ১৯ দেশের মিশন প্রধানদের নিয়ে একটি উচ্চপর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সাত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

যে ১৯ দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে- আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

Exit mobile version