আজ ১৮ মার্চ ২০২৩ খ্রি. শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ৩ দফা দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের দাবি সমূহ নিম্নরূপ—
১) দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ করো।
২) ঘন ঘন তেল, গ্যাস ও জ্বালানির মূল্য বৃদ্ধি বন্ধ করো।
৩) ইভিএম পদ্ধতি বাতিল করো, জাতীয় সরকার গঠন করো।
বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর চেয়ারম্যান মোঃ আশরাফ হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ নাগরিক জোট (বিএনজে) এর চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খোরশেদ, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর ভাইস চেয়ারম্যান মো: হোসেন লিটন, ভারপ্রাপ্ত মহাসচিব তোজাম্মেল হক, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি শ্রমিক আন্দোলনের সভাপতি আলমগীর হোসেন মন্ডল, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি যুব আন্দোলনের সভাপতি আবুল বাশার সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।