৪ সেপ্টেম্বর হ্যারিসের সঙ্গে নির্বাচনি বিতর্কে রাজি ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে নির্বাচনি বিতর্কে রাজি হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজ আয়োজিত এ প্রেসিডেন্সিয়াল বিতর্ক অনুষ্ঠিত হবে আগামী ৪ সেপ্টেম্বর। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বিতর্কে রাজি থাকার কথা জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ৪ সেপ্টেম্বর (বুধবার) কমলা হ্যারিসের সঙ্গে ফক্স নিউজের প্রস্তাবিত নির্বাচনি বিতর্কে অংশ নিতে আমি রাজি হয়েছি। এর আগে এবিসি ঘুমন্ত জো বাইডেনের সঙ্গে এই বিতর্কের আয়োজন করেছিল। তবে তা বাতিল হয়ে গিয়েছে। কারণ বাইডেন আর প্রেসিডেন্ট পদপ্রার্থী নন।

 

ট্রাম্প এও বলেন, ২৭ জুনে বাইডেনের বিরুদ্ধে সিএনএন আয়োজিত বিতর্কে যে নিয়মে হয়েছিল, আগামী বিতর্কটিও সে নিয়মেই হবে। ডিবেটের পরই বাইডেনের দল তার ব্যাপারে চরম সিদ্ধান্ত নিয়েছিল। তবে সিএনএন এর সেই বিতর্কে লাইভ দর্শকশ্রোতা ছিলা না। কিন্তু এবার তা থাকবে।

পেনসিলভেইনিয়ায় এই বিতর্ক হবে বলে জানান ট্রাম্প, যদিও বিতর্কের স্থান এখনও নির্ধারিত হয়নি।

 

ট্রাম্পের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিয়ে বাইডেন খারাপ করার পর তার শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন।তার জায়গায় এবার এসেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ফলে নতুন করে তার সঙ্গে বিতর্ক হতে চলেছে ট্রাম্পের।

তবে ট্রাম্প এর আগে এতদিন হ্যারিসের সঙ্গে বিতর্ক করতে রাজি হচ্ছিলেন না। হ্যারিস আনুষ্ঠানিকভাবে প্রার্থী নন, এই যুক্তিতে ট্রাম্প তার সঙ্গে বিতর্ক করতে তখন রাজি হননি। এখন তিনি রাজি হওয়ায় বাইডেন সরে দাঁড়ানোর পর এটিই হতে চলেছে ট্রাম্প ও হ্যারিসের প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক।

তাছাড়া, কিছুদিন আগে কমলা হ্যারিসের বংশ পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ব্যক্তিগত আক্রমণ ঘিরে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। সূত্র: রয়টার্স/ফক্স নিউজ

Exit mobile version