আর কে আকাশ, বাংলার মুখ : ২৯শে আগস্ট একনেক কর্তৃক ৫০০ শয্যা বিশিষ্ট পাবনার মেডিকেল কলেজ হাসপাতাল অনুমোদন হওয়ায় মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য ও সিনিয়র আইনজীবী এ্যাড. মো. শাহ আলম।
এক বিবৃতিতে তিনি বলেন, অবশেষে পাবনাবাসীর দীর্ঘদিনের আরেকটি স্বপ্ন পূরণ হতে চলেছে। পাবনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার এক যুগ পর মেডিকেল কলেজ হাসপাতাল আলোর মুখ দেখছে। হাসপাতাল প্রকল্প অনুমোদন হওয়ার মধ্য দিয়ে পাবনা মেডিকেল কলেজ আবার প্রাণ ফিরে পাবেএবং হাসপাতাল চালু হলে জেলার মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবে।