রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ১২:২৪ পূর্বাহ্ন
তারা জানায়, বুধবার থেকে চালু হবে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা। প্রথমে রাজধানী শ্রীনগরে ও পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে পর্যায়ক্রমে পুরো কাশ্মীরে এই ইন্টারনেট ব্যবস্থা চালু হবে।
কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধ নিয়ে দিল্লির সুপ্রিম কোর্টের একটি রায়ের পরেই এই সিদ্ধান্ত নিলো ভারতের মোদি সরকার।
গত ৫ আগস্ট থেকে জম্মু-কাশ্মীরে বন্ধ আছে ইন্টারনেট পরিষেবা। ভারতের সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর সতর্কতা অবলম্বনে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ওই ধারার ফলে কাশ্মীর উপত্যকা বিশেষ মর্যাদা পেত। ধারাটি বিলোপের ফলে বিশেষ রাজ্যের মর্যাদা শেষ হয়ে যায়। জম্মু-কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদাও কেড়ে নেয়া হয়।
শুধু তাই নয়, জম্মু-কাশ্মীর রাজ্যকে দু’ভাগও করে দেয়া হয়। রাজ্য থেকে লাদাখকে বের করে তৈরি করা হয় নতুন এক কেন্দ্রশাসিত অঞ্চল, যার কোনো বিধানসভা নেই।
জম্মু-কাশ্মীরে নিষেধাজ্ঞা আরোপের পর থেকে অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে ২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া চাকরিচ্যুত হয়েছে প্রায় লাখ খানেক লোক।
গত সপ্তাহে ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধ কেন, তা জানতে চান। এরপরই ধাপে ধাপে ব্রডব্যান্ড পরিষেবা ফেরানোর সিদ্ধান্ত হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার কাশ্মীরের রাজধানী শ্রীনগর ও মধ্য কাশ্মীরে সর্বপ্রথম চালু করা হবে ব্রডব্যান্ড ইন্টারনেট। এরপর উত্তর কাশ্মীর (কুপওয়ারা, বান্দিপোরা ও বারামুলা) ও সবশেষে দক্ষিণ কাশ্মীরে (পুলওয়ামা, কুলগাম, সোপিয়ান ও আনন্তনাগ) ফেরানো হবে ব্রডব্যান্ড ইন্টারনেট।
এরপর পরিস্থিতি খতিয়ে দেখে মোবাইল ইন্টারনেট পরিষেবা ফেরাতে সম্মতি দেবেন উপ–রাজ্যপাল।