সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০২:৫০ পূর্বাহ্ন
|
কোম্পানিগঞ্জ বসুরহাট প্রতিনিধি –
মোঃ আব্দুল্লাহ হিল আমান (নাহিদ)
সরকারি কঠোর বিধি নিষেধে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১০টায় বসুরহাট প্রাথমিক বিদ্যালয়ের সামনে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় তিনি বলেন, সারাদেশে করোনাভাইরাস ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কঠোর বিধি নিষেধ ঘোষণা করা হয়েছে। তাই খেটে খাওয়া, অসহায় ৫ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করছি।
তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন আমাকে পৌর চত্বরে ত্রাণ বিতরণ করতে দেয়নি। পরে আমি বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করি। পুলিশি এমন ঘৃণিত আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় কাদের মির্জা ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কাদার হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ইউনুছ, সহসভাপতি হাসান ইমাম বাদল, জামাল উদ্দিন, আইনবিষয়ক সম্পাদক শঙ্কর ভৌমিক, উপজেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক, প্যানেল মেয়র, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। ওই পৌরসভায় দ্বিতীয় মেয়াদে গত ডিসেম্বরে নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন তিনি। স্থানীয় রাজনীতির বিভিন্ন ইস্যুতে দলীয় প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধের ঘটনায় গত এক মাসে ঘটা দুটি পৃথক সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এসব ঘটনায় উভয়পক্ষে একাধিক মামলা দায়ের হয়েছে।
গত বুধবার সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে তিনি দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাছাড়া তিনি আর জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন না বলেও ঘোষণা দিয়েছেন।