রংপুর বিভাগীয় প্রতিনিধি: সারা বিশ্বের তুলনায় দক্ষিণ এশিয়ায় প্রোস্টেট ক্যান্সার ভয়াবহ আকার ধারণ করেছে। দক্ষিণ এশিয়ায় শতকরা প্রায় ৯০ ভাগ রোগির ক্যান্সার শনাক্ত হচ্ছে শেষ ধাপে। এতে করে রোগির মৃত্যুর হার বাড়ছে। যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশের প্রায় ৯০ ভাগ রোগির এ ক্যান্সার শনাক্ত হচ্ছে প্রথম ধাপে। বাংলাদেশে ব্যাপক হারে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। গত ১৬ সেপ্টেম্বর শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সেমিনার কক্ষে বৈজ্ঞানিক সেমিনার ও সরাসরি অস্ত্রোপচার বিষয়ক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। রংপুর মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শহিদুল ইসলাম সুগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউসের সভাপতি অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক এএইচএম আফজালুল হক রানা, বৈজ্ঞানিক স¤পাদক অধ্যাপক ডা. ফজল নাসের, অধ্যাপক ডা. এমএ সালাম প্রমুখ। সেমিনারে জানানো হয়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২০০৫ সালে ইউরোলজি বিভাগ চালুর পর থেকে বিভাগের হাজার হাজার রোগি এ বিভাগ থেকে আধুনিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে গত আট মাসে তিন হাজার ৪১৭ জন রোগি আউটডোরে এবং দুই হাজার ২৭৫ জন রোগি ইনডোরে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে তিনটি আধুনিক অপারেশন থিয়েটারের মাধ্যমে একসঙ্গে ৫টি বেডে অপারেশনের সুযোগ থাকায় গত আট মাসে ৯৪১ জন রোগির অপারেশন করা হয়েছে। সেই সঙ্গে জরুরি অপারেশন ও অন্য বিভাগ থেকে আসা ৮১১ জন রোগির অপারেশন করেছে ইউরোলজি বিভাগ। গত আট মাসে ল্যাপারোস্কপি সার্জারি হয়েছে ৮১টি। সেমিনারে কিডনি প্রতিস্থাপন, ল্যাপারোস্কপিক সার্জারিসহ ইউরোলজি বিভাগের চিকিৎসাধীন রোগিদের নানা রোগ নির্ণয় নিয়ে বিশদ আলোচনা করা হয়।
শুরু হতে যাচ্ছে আরপিএলের দ্বিতীয় আসর
ক্রীড়া প্রতিবেদক সৌহার্দ-ভ্রাতৃত্ব কামনায় বর্ণাঢ্য উদ্বোধনীর মধ্যে দিয়ে শুরু হচ্ছে আরপিএল (রয়েল প্রিমিয়ার লিগ)-এর দ্বিতীয় আসর। রাজধানীর একটি পাঁচ তারকা...