৯৮ বোতল ফেন্সিডিলসহ ১জন মাদক ব্যবসায়ী আটক।

বাইক ট্রাভেলার বেশে মাদক পরিবহনকালে র‌্যাব-৭

প্রেস বিজ্ঞপ্তি

বাইক ট্রাভেলার বেশে মাদক পরিবহনকালে র‌্যাব-৭ কর্তৃক ৯৮
বোতল ফেন্সিডিলসহ ১জন মাদক ব্যবসায়ী আটক।

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের
গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে।
র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী,
খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ
অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ
জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
২। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী
একটি মোটর সাইকেল যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে সীতাকুন্ড হতে হতে
চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৭ মে ২০২২ ইং তারিখ
২৩০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড
থানাধীন বাংলাবাজার এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু
করে। এ সময় একটি মোটর সাইকেল তল্লাশী করে আসামী মোঃ মফিজুল ইসলাম (৩৮),
পিতা- মোঃ সামসুল আলম, সাং-মালিপাড়া আশ্রম রোড, থানা- আকবর শাহ, জেলা-
চট্টগ্রামকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর
কাঁধের পিছনে থাকা স্কুল ব্যাগ হতে তার নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ৯৮টি
ফেন্সিডিলের বোতল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয় এবং উক্ত মোটরসাইকেলটি
জব্দ করা হয়।
৩। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন
যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম
মহানগরীর বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে
আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৯ হাজার টাকা।
৪। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ
ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version