জীবন আচার্য্য:
সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অগ্নিবীণা যশোরের সিনিয়র সদস্য কণ্ঠশিল্পী ও চাঁচড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আজিম উদ্দিন (৫৩) আর নেই। গতকাল ৭ ফেব্রুয়ারি রাত দুই টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ধর্মতলার বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।মৃতকালে তিনি স্ত্রী,তিন কন্যা সহ অসংখ্য শুভাকাঙ্খী ও গুনগ্রাহী রেখেগেছেন।অগ্নিবীণার দপ্তর সম্পাদক খাইরুজ্জামান আকাশ জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ধর্মতলায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।গুনীব্যাক্তিত্ব অাজিম উদ্দিনের জানাজায় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, যশোর সদরের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান,অগ্নিবীণা যশোরের নেতৃবৃন্দ, আত্মীয় স্বজন ওঅসংখ্য গুণগ্রাহী ।আকাশ আরো বলেন জোহরবাদ মৃত অাজিম উদ্দিনের দ্বিতীয় নামাজে জানাজা তার গ্রামের বাড়ি চৌগাছার স্বরূপদহে অনুষ্ঠিত হয়।তার বিদেহী আত্মার শান্তি ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন অগ্নিবীণা পরিবারের কার্যকরি কমিটির নেতৃবৃন্দ।যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম,সাংবাদিক জাহিদ আহমেদ লিটন,হারুন অর রশীদ, প্রনব ভট্টাচার্য,মনতোষ বসু, জীবন আচার্য্য,মনিরুজ্জামান,বাবুল প্রমুখ।