————————-————————-
চট্টগ্রাম : সোমবার ২২ এপ্রিল বিকাল ৪টায় চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সার্জারি বিভাগের সহযােগী অধ্যাপক। চিকিৎসক ও শিক্ষাবিদ প্রাবন্ধিক ও লেখক ডা. আশীষ কুমার চৌধুরীর সাথে উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক একুশে পদকপ্রাপ্ত শিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) এবং দেশের অন্যতম সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অনুপম বড়ুয়া পারু ও শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী শ্রী বিপ্লব জলদাস প্রমূখ।
এ সময় ডাঃ আশীষ কুমার চৌধুরী সংগঠনের কর্মকাণ্ড পরিচালনার জন্য ও সংগঠনের শ্রী বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি
ছবির ক্যাপশন : অধ্যাপক ডাঃ আশীষ কুমার চৌধুরী সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ