মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অননুমোদিতভাবে মাটি কাটা ও পরিবেশ ছাড়পত্র না থাকায় এক ইটভাটাকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের বড়দারোগাহাট এএমএন ব্রিক ফিল্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অননুমোদিতভাবে মাটি কাটা, পরিবেশ ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানকালে সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর ও মিরসরাই থানা পুলিশ।’