অনন্ত এ্যাপারেলসের অন্তসত্ত্বা নারী শ্রমিক মিনার মৃত্যুর ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনতে হবে : বজলুর রহমান বাবলু

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শুক্রবার ১৪ ফেব্রুয়ারী ১৩ রমজান শ্রমিকদের নিয়ে মিলাদ মাহফিল, দোয়া ও ইফতার আয়োজন করা হয়।

জেলা কমিটির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে,আনোয়ার হোসেন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোহাম্মদ বজলুর রহমান বাবলু। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাবেক ও বর্তমান শ্রমিক নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি মোহাম্মদ বজলুর রহমান বাবলু বলেন, শ্রমিকদের ন্যায় সংগত অধিকার আদায়ের লক্ষ্যে আগামী দিনে ইপিজেড গুলোতে ইউনিয়ন করার সুযোগ দিতে হবে।শ্রমিকদের দরকষাকষি করার অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ইপিজেড এর ভিতর অনন্ত এ্যাপারেলস লিমিটেডের নারী শ্রমিক মিনা আট মাস গর্ভবতী কারখানার কর্মরত অবস্থায় গর্ভের শিশুসহ মৃত্যু বরন করেছে। অসুস্থ মিনা তিনবার ছুটি চেয়েছিল তাকে ছুটি দেওয়া হয়নি। এই ঘটনার সঠিক তদন্ত দাবি করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি আরো বলেন পরিবর্তন শুধু সরকার বদল না, পরিবর্তন শুধু রাজনৈতিক দলের না, পরিবর্তন শুধু নির্বাচন ব্যাবস্থার জন্য নয় পরিবর্তন সকল মানুষের সমান ও সম অধিকারের ভিত্তিতে হতে হবে। ন্যায় বিচার, গনতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার গুলো নিশ্চিত করতে হবে।
Exit mobile version