অন্যায় করলে সঙ্গে সঙ্গে বহিষ্কার, লিটন লক্ষ্মীপুর জেলা যুবদল

অন্যায় করলে সঙ্গে সঙ্গে বহিষ্কার, লিটন লক্ষ্মীপুর জেলা যুবদল

সুলতানা মাসুমা।লক্ষ্মীপুর।
বিএননপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এতিম, শ্রমজীবী, পথচারী ও রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন রামগতি উপজেলা যুবদল। ৬নং চর আলগী রামদয়াল বাজার নুরানি হাফেজিয়া মাদ্রাসা

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব রেজাউল করিম লিটন আহ্বায়ক লক্ষ্মীপুর জেলা যুবদল।

বিষয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. জামাল উদ্দিন, আহ্বায়ক রামগতি উপজেলা বিএনপি, জনাব আবদুল আলিম হুমায়ুন, সদস্য সচিব লক্ষ্মীপুর জেলা যুবদল, সৈয়দ রাশেদুল হাসান লিংকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লক্ষ্মীপুর জেলা যুবদল, সিরাজ উদ্দিন, সদস্য সচিব রামগতি উপজেলা বিএনপির, সৈয়দ মুর্তজা আলআমিন, সদস্য সচিব রামগতি পৌরসভা বিএনপি, দিদারুল ইসলাম খন্দকার, যুগ্ম আহ্বায়ক রামগতি পৌরসভা বিএনপি। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জমির আলী, সদস্য সচিব শাহ্ মোহাম্মদ শিব্বির, পৌরসভা যুবদলের আহ্বায়ক মাস্টার আবদুল করীম, সদস্য আব্বাস উদ্দিন, নাজিম উদ্দীন।

এ সময় জেলা যুবদলের নেতৃবৃন্দের ফুল দিয়ে বরণ করে নেন রামগতি উপজেলা যুবদল ও পৌরসভা যুবদলের নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন, মো. শিবলী নোমান আহ্বায়ক রামগতি উপজেলা যুবদল।
সঞ্চালনায় ছিলেন

বলেন
, হুমায়ুন কবির সদস্য সচিব রামগতি পৌরসভা যুবদল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম লিটন বলেন, অনলাইনে কিছু লোক বিএনপির নামে ভুল তথ্য প্রচার করা হয়, মানুষ তখন মনে করে দলের নেতাকর্মীরা খারাপ। আমাদের নেতাকর্মীদের নামে যে ভুল তথ্য প্রচার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি আপনারও (নেতাকর্মী) তারেক রহমানের নির্দেশ, অইন বহির্ভূত কোনো কাজ আপনারা করতে পারবেন না। চাঁদাবাজ, টেন্ডার বাজ, বালু উত্তোলন, মাছঘাট এগুলা নিয়ে কোনো অন্যায় অনিয়ম করা যাবে না। বিশেষ করে যুবদল নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোন অন্যয় অনৈতিক কাজ করা যাবে না, তারেক রহমানের নির্দেশ মানতে হবে যদি না মানেন আমরা সঙ্গে সঙ্গে বহিষ্কার করে দিব।সততার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন। অন্যায় যে করুক কোন ছাড় দেওয়া হবে না কোন এক্সকিউজ শোনা হবে না।

এছাড়াও উপস্থিত ছিল রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হান্নান, সদস্য সচিব বেলাল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু, পৌরসভার আহ্বায়ক, সদস্য সচিব প্রিন্স ওমায়ের, কলেজ ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব আব্বাস, শান্ত সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল শ্রমিকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

ইফতার ও দোয়া মহফিল শেষে লক্ষ্মীপুর জেলা যুবদল রামগতি উপজেলা বিএনপি ও উপজেলা, পৌরসভা যুবদলের সঙ্গে রামদয়াল ৬নং চর আলগী ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে দলীয় মিটিং করেন।

Exit mobile version